মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো উন্নত দেশগুলোতে বিভিন্ন ফুড জংশন দেখা যায়। যেখানে বিশ্বের নানা দেশের খাবার মেলে এক ছাদের নিচেই।
ঠিক সেরকমই বাংলাদেশে প্রথমবারের মতো একসঙ্গে ২০টি দেশের ভিন্ন ভিন্ন খাবার নিয়ে এসেছে এলএসপ্যারাগাস। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক পাশেই ৩০০ ফিট রাস্তায় অবস্থিত ইন্টারন্যাশনাল ফুড জংশন ‘এলএসপ্যারাগাস’। নয়নাভিরাম আলোকসজ্জা আর প্রাকৃতিক নৈসর্গ এটিকে দিয়েছে নান্দনিক রূপ। সাব-কন্টিনেন্টাল এবং ফারইস্ট সব খাবারের পাশাপাশি এখানকার মূল আকর্ষণ হলো বিভিন্ন দেশের সি-ফুড।
এলএসপ্যারাগাসে গ্রিক, মালয়েশিয়ান, মেক্সিকান, ইতালিয়ান, তুর্কি, ইন্ডিয়ান, আফগান, লেবাননী, কানাডিয়ান, আমেরিকান, আফ্রিকান ফুড ও ভিনদেশি সালাদের স্বাদ মিলবে চাইলেই। রয়েছে থাইল্যান্ড ও চাইনিজের স্পেশাল আয়োজন।
এছাড়াও রয়েছে কোরিয়ান, পাকিস্তানি, এরাবিয়ান খাবারের আয়োজন। রেস্টুরেন্টটিতে ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে কিডস জোন।
সরাসরি সংগীতের সঙ্গে রয়েছে বারবিকিউ পার্টির ব্যবস্থাও।
ঠিকানা: এলএসপ্যারাগাস, ৩০০ ফিট রোড, ৮৮(খ) খিলক্ষেত, বসুন্ধরা আবাসিক এলাকার বিপরীতে, ঢাকা-১২২৯।