খাবার
মায়ের হাতের খিচুরি-গরুর মাংস, আর প্রতিদিনের জন্য ডাল-ভাত-আলু ভর্তা, ডিম ভাজা।
পোশাক
মাঠের বাইরে টি-শার্ট জিন্সেই স্বচ্ছন্দ ম্যাশ।
ফোন
ফোনের ক্ষেত্রে স্যামসাং ও আইফোনই তার পছন্দের ব্র্যান্ড। খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ম্যাশ কিন্তু হাতের ফোনটির বিষয়ে বেশ চুজি। পছন্দের ব্র্যান্ডের লেটেস্ট ফোনটিই তার হাতে দেখা যায়।
ঘোরার জায়গা
প্রথম এবং প্রথম পছন্দ সেই নড়াইলের চিত্রারপার। যেই নদীর তীরে বেড়ে উঠেছেন তিনি, শৈশবের স্মৃতি-নিজের জেলাই তার সবচেয়ে পছন্দ। তবে এর পরে রয়েছে পাহাড়-বরফ ঘেরা কাশ্মির। আর তাই প্রথমবার কাশ্মিরের সৌন্দর্যে এতোটাই মুগ্ধ ছিলেন, যে ঘোষণা দিয়েছিলেন প্রতিবছর কাশ্মির যাবেন। তবে বাস্তবতা হচ্ছে ব্যস্ততার কারণেই সে ইচ্ছে পূরণ হয়নি।
সানগ্লাস, ক্যাপ
শপিং মানেই কমন আইটেম সানগ্লাস আর ক্যাপ।
প্রিয় খেলা
নিজে ক্রিকেট খেললেও ফুটবলের বড় ভক্ত তিনি। ফুটবলে প্রিয় খেলোয়াড় ম্যারাডোনা।
প্রিয় গায়ক
অবসর বা ঘরোয়া পার্টিতে বন্ধু মহলে জেমস্ এর গান সঙ্গী তার।
প্রিয় ব্যক্তি
প্রিয় ব্যক্তির তালিকা অনেক লম্বা। প্রথম নাহিদ মামা যার সঙ্গে খুনসুটি করেই বেড়ে উঠেছেন ম্যাশ, তার কৈশরের খেলার সাথী, প্রথম বাইক চালানো সবই শুরুর সঙ্গী এই নাহিদ মামা। এরপর নানী, কারণ ছোটবেলায় বেশ অনেকটা সময় নানীর আদরেই মানুষ হয়েছেন আজকের মাশরাফি। বাবা-মা, প্রিয়তমা স্ত্রী আর আদরের দুই সন্তান হুমায়রা মর্তুজা ও সাহেল মর্তুজা। লিস্ট কিন্তু আরও লম্বা...যেখানে রয়েছেন বাংলাদেশের প্রতিটি মানুষ।
অবসরে
তার কাছে জানতে চাওয়া হয়েছিল অবসরে কি করা হয়...এর উত্তর সবারই জানা। আড্ডা দিতেই পছন্দ করেন সবার প্রিয় ম্যাশ।
প্রথম আন্তর্জাতিক ম্যাচ
দেশের হয়ে ২০০১ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতেই তুলে নেন ৪ উইকেট। একই বছর নভেম্বরে ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হয় তার। ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার গ্রান্ট ফ্লাওয়ার ছিলেন মাশরাফির প্রথম শিকার!
শুভ জন্মদিন সবার প্রিয় ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা(কৌশিক)।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এসআইএস