ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

যত্নে থাক প্রিয় ব্যাগ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
যত্নে থাক প্রিয় ব্যাগ লেদারের ব্যাগ

ফ্যাশন ও প্রয়োজনের এক গুরুত্বপূর্ণ অনুসঙ্গ ব্যাগ। আমাদের রুচি ও আভিজাত্যেরও পরিচয় হাতের ছোট ব্যাগটি। 

অনেকের রয়েছে ব্যাগের বিশাল কালেকশন। উপহার হিসেবে ব্যাগ পেতেও পছন্দ করি আমরা।

এগুলোর মধ্যে লেদারের ব্যাগ হয় বেশ দামি, তাই এর যত্নও নিতে হয় একটু খেয়াল করে। তবেই প্রিয় লেদারের ব্যাগটিকে সুন্দর রেখে অনেক দিন ব্যবহার করা যায়।  

মেনে চলুন কয়েকটি টিপস: 

•    ব্যাগের উজ্জ্বলতা ধরে রাখতে ২-৩ মাস পরপর বিশেষ প্রোটেকশন ক্রিম দিয়ে পরিষ্কার করুন।
•    প্লাস্টিকের পাত্রে আপনার লেদার ব্যাগ রাখবেন না 
•    প্লাস্টিকের পাত্রে রাখলে অতিরিক্ত আর্দ্রতার কারণে চামড়ার মান নষ্ট হয়ে যায় 
•    ব্যাগের ভেতরে প্রসাধনী রাখতে চাইলে প্লাস্টিকের ছোট ব্যাগে রাখুন
•    আপনার প্রসাধনী সামগ্রীও ঠিক থাকবে, আবার চামড়ায় লাগার ভয়ও থাকবে না  
•    বছরে তিন চার বার ব্যাগ রোদে শুকোতে দেবেন 
•    সব সময় শুকনো হাতে ব্যাগ ধরুন 
•    বৃষ্টির দিনে লেদারের ব্যাগ ব্যবহার না করাই ভালো 
•    বৃষ্টির পানি লেগে ব্যাগটি নষ্ট হয়ে যেতে পারে।  
•    লেদার ব্যাগ ভেতরে ও বাইরে শুকনো-নরম কাপড় দিয়ে নিয়মিত পরিষ্কার করুন 
•    ব্যাগে সিলিকন জেল, অথবা নিম পাতাও রাখতে পারেন।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।