ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শীতে চুলে, ত্বকে, ঠোঁটে শুধু ঘি!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
শীতে চুলে, ত্বকে, ঠোঁটে শুধু ঘি! ঘি

এই শীতে নিজেকে সুন্দর রাখতে শুধুই ঘি ব্যবহার করুন। তাতেই মিলবে উজ্জ্বল ত্বক, কোমল ঠোঁট আর ঝলঝলে চুল। কিভাবে? জেনে নিন:  

ত্বক
শীতে ত্বক শুষ্ক হয়ে যায়, এসময়ে প্রাকৃতিকভাবেই ত্বকে আর্দ্রতা ধরে রাখে ভিটামিন ই ও কে সমৃদ্ধ ঘি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও নিয়মিত ঘি ব্যবহার করতে পারেন।

 

ত্বকের তারুণ্য ধরে রাখতে ঘি ১ টেবিল চামচ ও ২ টেবিল চামচ বাদামি চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে গোসলের আগে ত্বকে মাখুন।  

ঠোঁট 
শুষ্ক ও ফাটা ঠোঁটের যন্ত্রণা দূর করে ঘি ঠোঁট নরম ও কোমল করে। লিপবাম হিসেবে ঘি ব্যবহার করুন।

চুল
টেবিল চামচ নারকেল তেল ও ঘি নিন, এতে যোগ করুন এক টেবিল চামচ করে লেবুর রস ও অ্যালোভেরা জেল। ভালো করে মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পরে ‍শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। প্রথমবার ব্যবহারের পরই অনুভব করতে পারবেন চুল অনেক ঝলমলে মসৃণ হয়ে গেছে।  


ত্বকে, চুল বা ঠোঁটে মাখার সঙ্গে ঘি খেলেও উপকার পাওয়া যায়। ঘরে ঘি আছে কিনা আজই খোঁজ করুন, না থাকলে নিয়ে আসুন। চাইলে বিভিন্ন অনলাইন শপেও অর্ডার করে খাঁটি ঘি আনাতে পারেন।    


বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।