শিক্ষিত এই প্রজন্মের নারী-পুরুষ সবাই সমানভাবেই কাজ করছেন। বাইরে কাজ করার ফলে আয়ও করছেন দু’জনই।
কর্মজীবী দম্পতির এজন্য শুরুতেই যা করতে হবে:
• আর্থিক অবস্থা সঙ্গীর কাছে পরিষ্কারভাবে তুলে ধরুন
• সংসারটা দু’জনের আয় অনুযায়ী দু’জনই খরচগুলো শেয়ার করুন
• জয়েন্ট অ্যাকাউন্ট করে অর্থ সঞ্চয় করতে পারেন
• তবে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট হলেও এটা নিয়ে ইস্যু তৈরি করা ঠিক নয়
• বরং আয় ও খরচের স্বাধীনতা থাকলে ঝামেলা কম হবে
• বড় কোনো বিনিয়োগ করতে হলে আগেই সঙ্গীর সঙ্গে আলোচনা করে নিন
• পরিকল্পনা করার সময় নেতিবাচক মন্তব্য এড়িয়ে যাওয়াই ভালো
• সঙ্গীর আয়-ব্যয় ও সঞ্চয়ের বিষয়ে বেশি মাথা না ঘামানোই হবে বুদ্ধিমানের কাজ
• তবে পরিবারের জন্য কোনো বড় সিদ্ধান্ত নেয়ার সময় সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন
আরেকটি বিষয়, সংসারে সুখের অনেকখানি নির্ভর করে অর্থনৈতিক স্বচ্ছতার ওপর। সঙ্গী যতই আয় করুক, সামর্থ অনুযায়ী তাকে উপহার দিন। কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে সঙ্গীকে সহযোগিতা করুন, সব প্রয়োজনে বিশ্বস্ত বন্ধু হয়ে পাশে থাকার নামই ভালোবাসা।
বাংলাদেশ সময় : ১৬৫২ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৮
এসআইএস