ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

হৃদয়ের গভীর থেকে তোমাদের জন্ম 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
হৃদয়ের গভীর থেকে তোমাদের জন্ম  মেয়েদের সঙ্গে সুস্মিতা সেন

শুধু কি সন্তান জন্মদিয়েই মা হতে হয়? যিনি অন্যের গর্ভে জন্ম নেওয়া সন্তান নিজের সন্তানের মতো আগলে রাখেন তিনি কি মায়ের চেয়ে কম? মোটেই নয়, আর বিয়ে না করেও দত্তক সন্তানদের নিয়ে দিব্যি সুখের সংসার করছেন সুস্মিতা সেন। 

প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন এমন মা হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দত্তক নেওয়া দুই মেয়ে রেনে আর আলিশাকে সব সময়ই বলেন, হৃদয়ের গভীর থেকে তোমাদের জন্ম।

এত ভালোবাসায় আগলে রাখা মেয়েরাও যেন মা-অন্ত-প্রাণ।  

সম্প্রতি মাত্র ১০ বছরের আলিশা, স্কুলে ‘অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া’ একটি নিয়ে রচনা লিখেছে। নিজের জীবনের অতীত আর বর্তমানের ভিত্তিতে লেখা রচনাটি ক্যামেরার সামনে পড়ে শুনিয়েছে আলিশা।  

এদিকে মা সুস্মিতা মেয়ের রচনাটি ইনস্টাগ্রামে সবার সঙ্গে শেয়ার করেছেন। ছোট্ট  আলিশা লিখেছে, অনেকেই ভাবেন একটি শিশুকে দত্তক নেওয়ার মধ্যে অনেক বাড়তি দায়িত্ব থাকে। এ ধারণা ভুল। দত্তক সন্তান আর জন্ম দেওয়া সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি একটি শিশুকে দত্তক নিচ্ছেন মানে তাকে নতুন জীবন দিচ্ছেন।  

আলিশা আরও লিখেছে সবারই সন্তান দত্তক নেওয়ার অধিকার রয়েছে কারণ তাদের জীবনে সুখী হওয়ার অধিকার রয়েছে এবং শিশুদেরও বাঁচার অধিকার রয়েছে। মা সুস্মিতাকে উদ্দেশ করে লিখেছে, আমাকে এক নতুন জীবন দিয়েছ তুমি, আমার জীবন রক্ষা করেছ তুমি।

ইনস্টাগ্রামে সুস্মিতা লিখেছেন ভালোবাসা, নিরাপত্তা, সততা, নিখাদ মনের এই প্রকাশ আমাকে মুগ্ধ করেছে... চোখে জল ধরে রাখতে পারিনি।  

সুস্মিতা প্রথম সন্তান রেনেকে ২০০০ সালে আর আলিশাকে ২০১০ সালে দত্তক নেন।


বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।