ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শীত পড়তে ‍আর দেরি নেই, প্রস্তুতি নিন 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
শীত পড়তে ‍আর দেরি নেই, প্রস্তুতি নিন  শীতের প্রস্তুতি

ক্যালেন্ডারের পাতায় মাত্র ক’দিন পরই পৌষমাস, কনকনে শীত পড়তে আর বেশি ‍অপেক্ষা করতে হবে না। শীতের প্রস্তুতি আছে তো? 

কীভাবে নেবেন শীতের প্রস্তুতি: 

•    লেপ, কম্বল, কমফোর্টার বের না করে থাকলে বের করে নিন 

•    লেপ রোদে দিন, অন্যগুলো ড্রাইওয়াশ করিয়ে নিতে পারেন 

•    সোয়েটার ও শাল ঠাণ্ডা পানিতে শ্যাম্পু ও লেবুর রস দিয়ে ধুয়ে নিন

•    লেদারের জ্যাকেট, স্যুট বাড়িতে না ধুয়ে লন্ড্রিতে দিন 

•    নতুন করে কিনতে হলে কম্বলের পরিবর্তে কমফোর্টার কিনতে পারেন। কারণ কম্বলে ধুলা আটকে গিয়ে অনেকের অ্যালার্জি ও শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।

 

বাজারে দেশি বিদেশি নানা ব্র্যান্ডের কমফোর্টার পাওয়া যায়। এগুলো সাইজ ও কোয়ালিটির ওপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয়। সাধারণত দুই-তিন হাজার টাকায় কমফোর্টার পাওয়া যায়। তবে হাঁসের পালকে তৈরি কমফোর্টারের দাম সবচেয়ে বেশি। ডাবল সাইজের এমন একটি কমফোর্টার প্রায় ১৫ হাজার টাকা পড়বে।  

এছাড়া শাল-সোয়েটার, জ্যাকেট আর আরামদায়ক ফরমাল ও ক্যাজুয়াল স্যুটের পসরা সাজিয়ে বসেছে ফুটপাতের দোকান থেকে শুরু করে অভিজাত ফ্যাশন হাউসগুলো। সাধ ও সাধ্যের মধ্যে বেছে নিন পছন্দমতো।

ত্বকের নানা ধরনের সমস্যা এড়াতে নতুন পোশাক অবশ্যই একবার ধুয়ে বা ড্রাই ওয়াশ করে ব্যবহার করবেন।  


    
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।