ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শীতের কাপড় বের করার কথা ভাবছেন?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
শীতের কাপড় বের করার কথা ভাবছেন?

দু’চার দিন হলো বেশ শীত পড়েছে, অনেকেই এখন শীতের কাপড় বের করার কথা ভাবছেন। এগুলো প্রায় ৮-৯ মাস তোলা ছিল, বের করে সরাসরি ব্যবহারের আগে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নিন।

সাধারণ পোশাকের চেয়ে একটু বেশি খেয়াল রাখতে হয় শীতের পোশাকের যত্ন নেওয়ার ক্ষেত্রে।  

আসুন জেনে নেই শীতে পোশাকের যত্ন নেয়ার উপায়  
•    যেগুলো বাড়িতে ধোয়া যায়, সেগুলো ধুয়ে নিন। হালকা রোদে শুকাতে হবে 
•    উলের জামাকাপড় ওয়াশিং মেশিনে না ধোয়াই ভালো। ঠান্ডা পানিতে অল্প ডিটারজেন্ট দিয়ে কাচুন
•    প্রতিদিন ব্যবহারের পর জ্যাকেট বা কোট ঝুলিয়ে রাখার সময় কাঁধের অংশ প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন
•    ইস্ত্রি করার সময় সোয়েটার বা শাল উলটে নিন। স্টিম দিয়ে ইস্ত্রি করার চেষ্টা করুন, গরম আয়রন উলে না লাগানোর চেষ্টা করুন
•    লেদারের কাপড় ভালো কোনো লন্ড্রিতে দিন
•    কাপড় কেনার সময় টেকসই ও ভালোমানের কাপড় কিনুন
•    জামাকাপড়ে ছোটখাট ছেঁড়াফাটা বা বোতাম খসে যাওয়া দেখলে অবহেলায় ফেলে রাখবেন না।  

কাশ্মিরি পশমিনা শাল ব্যবহারের আগে ভালোভাবে রোদ লাগিয়ে গায়ে দিতে হবে। এই চাদরগুলো সারাসরি পানি দিয়ে ধোয়া উচিত না। এগুলো কেবল ড্রাইওয়াশ করাতে হয়।
লেপ ব্যবহারের আগে রোদে শুকিয়ে নিন, কমর্ফোটার আর কাথার জন্য আলাদা কোন যত্নের প্রয়োজন হয় না। ব্যবহারের আগে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করলেই হয়ে যায়।
আমাদের দেশে শীত থাকে তিন মাসেরও কম। তাই সঠিক নিয়মে শীতের কাপড়ের যত্ন নিলে অনেক দিন পর্যন্ত কাপড় স্থায়ী হবে। শীতের কাপড় পুরনো হয়ে গেলে ফেলে না দিয়ে অসহায় মানুষদের দান নয় ‘উপহার’ দিন।  

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।