ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে জেনেভায় আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে জেনেভায় আলোচনা সভা

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি অর্জনে জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় দূতাবাসের সামনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিতে জাতিসংঘ এবং জেনেভাতে অবস্থিত বিশেষায়িত সংস্থায় কর্মরত বাংলাদেশি নাগরিকসহ প্রবাসীরা অংশগ্রহণ করে।

জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান ও দূতাবাস কর্মীরা ভাষণটির তাৎপর্য তুলে ধরেন।  

রাষ্ট্রদূত আহসান বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আবহমানকালের বাঙালির সবচেয়ে সাহসী উচ্চারণ। এ ভাষণ জাগরণের এক বিশুদ্ধতম সঙ্গীত, যা সময়ের পরিসীমায় কালোত্তীর্ণ। এ ভাষণ ছিল মুক্তির গান, যার কথামালা, বাক্যবিন্যাস, উপমা ও উচ্চারণ গণমানুষের অন্তরকে অতি সহজেই স্পর্শ করেছিল। মুক্তিপিপাসু বাঙালির মনে স্বাধীনতার বাসনাকে জাগ্রত করেছিল। তাই, ইউনেস্কোর এই স্বীকৃতি বাঙালির জন্য গৌরবের।  

এসময় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের রেকর্ডের নির্বাচিত অংশও বাজিয়ে শোনানো হয়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ