ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

৩য় বর্ষে মালয়েশিয়ায় বাংলাদেশি রেস্টুরেন্ট ‘রসনা বিলাস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জুন ৪, ২০১৫
৩য় বর্ষে মালয়েশিয়ায় বাংলাদেশি রেস্টুরেন্ট ‘রসনা বিলাস’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী ও স্থানীয়রা ছাড়াও ঘুরতে আসা বাংলাদেশিদের মন জয় করে সফলভাবে তৃতীয় বর্ষে (০১ জুন, সোমবার) পর্দাপন করলো কুয়ালালামপুরের পর্যটক মুখরিত বুকিত বিনতাংয়ে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ‘রসনা বিলাস’।

রেস্টুরেন্টের মাছ, মাংস, সব্জি, ভর্তার কদর শুধু বাংলাদেশিদের মুখেই নয়, স্থানীয়দের মুখে মুখেও ছড়িয়ে পড়েছে।



তৃতীয় বর্ষে পর্দাপন উপলক্ষে বুধবার (৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় রেস্টুরেন্টে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে তা উদযাপন করা হয়।

এতে উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পেয়ার আহমেদ আকাশ, মেয়ে বৈশাখী আহমেদ আরিয়া, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব সভাপতি ও ব্যবসায়ী এসএম রহমান পারভেজ, সালেহ আহমেদ সাগর, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট মহিউদ্দিন মাহী, এশিয়ান টিভি মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, বাংলানিউজ২৪.কম মালয়েশিয়া  করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, সাংবাদিক রফিকুল ইসলাম, খন্দকার রয়েল মোশতাক শান্ত, শেখ আরিফুজ্জামান ও নাঈম।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ