ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় ৫০ বাংলাদেশি আটক 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
মালয়েশিয়ায় ৫০ বাংলাদেশি আটক 

ঢাকা: মালয়েশিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের জন্য ৫০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এ সময় একটি মানবপাচার চক্রের সন্ধান পায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। 

ওই চক্রটির প্রধান হচ্ছে ৪৩ বছর বয়সী ‘আবাং বাংলা’ নামে পরিচিত এক বাংলাদেশি।  

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে শাহ আলম এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য স্টার অনলাইন এ খবর দিয়েছে।  

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক (ডিজি) দাতুক সেরি মুস্তাফার আলি বলেছেন, প্রায় একসপ্তাহ ধরে পর্যবেক্ষণ করে কর্মকর্তারা শাহ আলম এলাকার একটি বাড়িতে অভিযান চালান। ওই সময় সেখান থেকে ৫০জন বাংলাদেশিকে আটক করা হয়।  

‘আটকদের বেশির ভাগেই ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত। তারা ঢাকা থেকে প্রথমে ইন্দোনেশিয়ার জাকার্তায় গেছেন। এরপর সেখান থেকে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন। ’

মুস্তাফার বলেন, আটকদের কয়েকজনের বয়স ২০ থেকে ৪৫। কালো তালিকাভুক্ত হওয়ায় তারা মালয়েশিয়ায় আকাশপথে আসতে পারেননি।  

‘আটকদের বেশির ভাগই আগে অবৈধ বসবাসের অভিযোগে ধরা পড়েছিলেন। এজন্যই তারা কালো তালিকাভুক্ত হয়েছিলেন এবং মালয়েশিয়ায় নিষিদ্ধ হয়েছিলেন। ’

অবৈধ বাংলাদেশিদের আটকের সময় তাদের কাছ থেকে ১৩ হাজার রিঙ্গিত জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ