একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, একটি চক্র মালয়েশিয়া সরকারের শীর্ষ মহলের যোগসাজশের মাধ্যমে বাংলাদেশে এজেন্ট অনুমোদন দিয়ে একচেটিয়াভাবে মানবসম্পদ নিয়ে যাচ্ছিলো। এ চক্রের নেতৃত্বে প্রবাসী এক বাংলাদেশির নাম এসেছে।
প্রতিবেদনটিতে বলা হয়, সিন্ডিকেট গড়ে তুলে শ্রমিকদের কাছ থেকে দুই বছরে অন্তত ২০০ কোটি রিঙ্গিত হাতিয়ে নিয়েছে চক্রটি। ২০১৬ সাল থেকে এ যাবৎ এক লাখের বেশি বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় গেছেন এবং অপেক্ষায় রয়েছে আরো একলাখ।
বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এমআইএইচ/আরআইএস/