ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সর্বোচ্চ তরুণ করদাতা সৈয়দপুরের আতিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
নীলফামারীতে সর্বোচ্চ তরুণ করদাতা সৈয়দপুরের আতিফ মো. আতিফ হোসেন।

নীলফামারী:  নিয়মিত কর দিয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়ায় আবারও নীলফামারী জেলার সর্বোচ্চ তরুণ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন আতিফ ট্রেডার্সের স্বত্বাধিকারী তরুণ সমাজসেবক মো. আতিফ হোসেন।

তিনি সৈয়দপুরের স্বনামধন্য ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও বিউটি সাইকেল স্টোরের স্বত্বাধিকারী মো. আলতাফ হোসেনের ছেলে।

 

ব্যবসায়ীক সফলতার স্বীকৃতিস্বরূপ সরকার কর্তৃক ঘোষিত ২০২২ কর বছরে নীলফামারী জেলার ১ম সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে টানা ৪র্থ বারের মতো স্বীকৃতি অর্জন করনে তিনি।

বুধবার (২৮ ডিসেম্বর) রংপুরের আর ডি আর এসের বেগম রোকেয়া অডিটোরিয়ামে এ সম্মাননা দেওয়া হয় আতিফকে।  

রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবেরুল ইসলাম উপস্থিত থেকে সৈয়দপুরের এই তরুণের হাতে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।  

এসময় আরও উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, ভ্যাট কমিশনারেট এর কশিনার সুরেশ চন্দ্র বিশ্বাস, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু প্রমুখ।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর-অঞ্চল রংপুরের কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন।

রাষ্ট্রের কল্যাণে সর্বোচ্চ কর দিয়ে সৈয়দপুরের নাম আরও এগিয়ে নেওয়ায় শহরের বিশিষ্টজন আতিফ হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।  

উল্লেখ্য, মো. আতিফ হোসেন তরুণ ব্যবসায়ীর পাশাপাশি বিশিষ্ট সমাজসেবক হিসেবে তার অধিক পরিচিত রয়েছে শহরজুড়ে।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।