শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় পাঁচজনকে জরিমানা করা হয়েছে। এবারে তাদের মোট ২২ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মাজিস্ট্রেট মো. বাসিত সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ চলছে। ইউনিয়ন পরিষদ বিধিমালা যারা প্রতিপালন করেননি, তাদের আইনের আওতায় আনা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছে। পাঁচটি পৃথক ঘটনায় আমরা মোট ২২ হাজার টাকা জরিমানা করেছি। তারা যেন আর এসব কাজ আর না করেন সেজন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এফআর