রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলায় চাঁদা না দেওয়ায় ইটভাটার তিন শ্রমিককে অপহরণ করার অভিযোগ উঠেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী।
অপহৃত শ্রমিকরা হলেন-চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার গাজী তাহেরের ছেলে মো. জিয়াউর রহমান (২৮), নোয়াখালী সদরের মৃত রহমত উল্লাহর ছেলে আহসান উল্লাহ (২৯) ও মো. মোসলেম উদ্দিন (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিনগত গভীর রাতে উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবনিয়া এলাকা থেকে ইটভাটার তিন শ্রমিককে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যায় ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা।
কলমপতি ইউনিয়নের তারাবুনিয়া ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত খাজা গরীবে নেওয়াজ ইটভাটার মালিক মো. ফারুক শ্রমিক অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপিডিএফের ধার্যকৃত বাৎসরিক চাঁদা পরিশোধ করতে না পারায় তিন শ্রমিককে অপহরণ করা হয়েছে।
কলমপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্যজাই মারমা বলেন, অপহরণের বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিকভাবে ইটভাটায় গিয়েছি। তবে এ বিষয়ে মালিক পক্ষ আমাকে কিছু জানায়নি।
ওসি বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেব।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এসআই