ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে জামায়াতের গণমিছিল, আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
রংপুরে জামায়াতের গণমিছিল, আটক ৯

রংপুর: রংপুর মহানগরীতে জামায়াতের গণমিছিল থেকে ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় মিছিলটি লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

তবে আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নগরীর ভাঙ্গা মসজিদ মোড় হতে বিক্ষোভ মিছিল বের করেন।  

এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি সুপার মার্কেট মোড় পর্যন্ত পৌঁছলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এসময় মিছিলে থাকা জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, জুমার নামাজ শেষে ভাঙ্গা মসজিদ মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু মিছিল করার জন্য তাদের কোনো অনুমতি ছিল না। এ কারণে তাদের মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছি। একইসঙ্গে বেআইনি সমাবেশ কিংবা মিছিল করার চেষ্টায় ৯ জনকে আটক করা হয়েছে।

এদিকে, নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান আরপিএমপি উপ-কমিশনার।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।