ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৭২০টি ইয়াবা ট্যাবলেটসহ রাকিবুল ইসলাম রাকিব (২৩) নামে এক যুবককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

আটক রাকিবুল ইসলাম রাকিব (২৩) কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার বিজয় ওরফে সেলিম মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের যশোদল লঙ্গারব্রিজ এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় রাকিবুল ইসলাম রাকিবকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক রাকিবুল ইসলাম রাকিব (২৩) মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে আটকের পর রাকিবুল ইসলাম রাকিবের (২৩) নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।