ফরিদপুর: ফরিদপুরে শহরে একটি আবাসিক হোটেল থেকে আ. সালাম খাঁন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হোটেলটির নাম পথিক আবাসিক হোটেল।
সোমবার (০২ জানুয়ারি) রাত ৮ টার দিকে ওই আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত্যু সালাম খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরসী কদমদী নামক এলাকার আ. রহমান খানের ছেলে। তবে তার মৃত্যুর কারণ কেউ জানাতে পারেননি।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সনাতন কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ওই বৃদ্ধের মৃত্যুর কারণ জানতে চেষ্টা চলছে।
জানা যায়, রোববার (০১ জানুয়ারি) সন্ধ্যায় সালাম খান ও আনিচ (৪০) নামের এক ব্যক্তি শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পথিক আবাসিক হোটেল নামের একটি আবাসিক হোটেলে আসেন। এসময় হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন। সেখানে তারা রাত যাপন করেন। সোমবার (০২ জানুয়ারি) হোটেলটির এক কর্মচারী ওই রুমের খোঁজ নিতে গেলে রুমটি তালা দেওয়া দেখতে পান। অতঃপর তালা খুলে রুমে প্রবেশ করলে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পায়। পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ জলিল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এসএএইচ