ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
নওগাঁয় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে র‍্যাবের অভিযানে ভেজাল গুড় উৎপাদন ও বিপণনের দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার মথুর কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

র‌্যাব- ৫ (রাজশাহী) জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, দুপুরে মহাদেবপুরের মথুর কৃষ্ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিপণন করার অপরাধে চার ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে নওগাঁর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।