ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপদেষ্টা অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
হাইকমিশনার বাংলাদেশের বন্যা নিয়ে আলোচনা করেন এবং বন্যার পুনর্বাসন পরিকল্পনা সম্পর্কেও খোঁজখবর নেন। এছাড়া, বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের পরিকল্পনার বিষয়ে অবহিত হন। তিনি দুর্যোগে আশ্রয় গ্রহণ, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা ও বিভিন্ন অগ্রাধিকার বিষয় নিয়ে আলোচনা করেন।
উপদেষ্টা বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশ বিশেষত চট্টগ্রাম বিভাগের জনগণ ত্যাগ স্বীকার করছে। এ কারণে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের জন্যও উন্নয়ন কার্যক্রম গ্ৰহণ করা প্রয়োজন। হাইকমিশনার বিষয়টিতে আগ্রহ দেখান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশে অবস্থানরত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দেওয়ার জন্য হাইকমিশনার বাংলাদেশের প্রশংসা করেন। এছাড়া, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্ব সম্প্রদায়ের মানবিক অবদান তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। হাইকমিশনার রোহিঙ্গা শরণার্থী আশ্রয়কেন্দ্রে দুর্যোগ সহনীয় গৃহনির্মাণের আগ্ৰহ প্রকাশ করেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এসকে/এমজে