ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জার্মানিতে সন্দেহভাজন ইরানি আটক 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
জার্মানিতে সন্দেহভাজন ইরানি আটক 

জার্মানিতে ৩২ বছর বয়সী এক ইরানি ব্যক্তি হামলার পরিকল্পনার দায়ে গ্রেফতার হয়েছেন।

নর্থ রাইন-ওয়েস্টফ্যালিয়া পুলিশ এক বিবৃতিতে বলছে, এই ব্যক্তি সায়ানাইড ও রিসিন ব্যবহারের মাধ্যমে গুরুতর সহিংস কার্যক্রমের পরিকল্পনা করছিলেন।

 

রুহরের ক্যাস্ট্রপ-রক্সেলে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। আইনজীবী অবশ্য বলেছেন, সেখানে কোনো বিষাক্ত পদার্থ পাওয়া যায়নি।

এই সন্দেহভাজনের ভাইকেও গ্রেফতার করেছে পুলিশ। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে।

কোনো বিষাক্ত পদার্থ পাওয়া না গেলেও ওই ব্যক্তির বাড়ি থেকে ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে পুলিশ  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।