ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছেন আহত ব্যক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছেন আহত ব্যক্তি

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে আহত অবস্থায় এক ব্যক্তি ভেসে এসেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

 

মঙ্গলবার (১০ জানুয়ারী) বেলা ১২টার দিকে বিচকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। ধারণা করা হচ্ছে, তিনি কোনো মাছ ধরার ট্রলারে জলদস্যুর ধারালো কোপে আহত হয়েছেন।  

তার বয়স ৫০ বছরের মতো। হাতের আঙুল ও বাহুতে কোপের ক্ষত রয়েছে। তিনি নিজের নাম মোহাম্মদ আলী, বাড়ি চট্টগ্রামের রাউজান বলে জানিয়েছেন।  

জেলা প্রশাসনের বিচকর্মী বেলাল হোসেন জানান, সৈকতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না। যা বলছেন তাও অসংলগ্ন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এসবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।