ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন সংসদ সদস্য মাহমুদ হাসান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
শপথ নিলেন সংসদ সদস্য মাহমুদ হাসান

ঢাকা: শপথ গ্রহণ করেছেন গাইবান্ধা-৫ আসনের উপ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাহমুদ হাসান।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসানকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদে স্পিকারের কক্ষে এ শপথ পড়নো হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য (এমপি) উম্মে কুলসুম স্মৃতি ও এনামুল হক প্রমুখ।

গেল বছরের ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা ৫ আসনটি শূন্য হয়। গত ১২ অক্টোবর এ সংসদীয় আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কিন্তু ভোটগ্রহণ চলাকালে নানা অনিয়মের অভিযোগে সেটি বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

পরে কমিশনের সিদ্ধান্তে গত ৪ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির (জাপা) গোলাম শহীদ রনজু পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।