ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় থ্রি-হুইলার চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় থ্রি-হুইলার চালক নিহত

বরিশাল: বরিশালের গৌরনদীতে অজ্ঞাত যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থ্রি-হুইলারের (মাহেন্দ্র টেম্পু) চালক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মো. হোসেন সরদার (২০) গৌরনদী উপজেলার টরকী কসবা এলাকার মো. আক্তার হোসেন সরদারের ছেলে।

গৌরনদী মহাসড়ক থানার এএসআই মামুন জানান, মাহেন্দ্র টেম্পু চালক ভুরঘাটা দিকে গৌরনদীর দিকে আসছিলেন। ঢাকাগামী অজ্ঞাত যানবাহনের সঙ্গে মাহেন্দ্র টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র টেম্পুর সামনের অংশ দুমরে-মুচরে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসারের দায়িত্বে থাকা আকতার হোসেন জানান, তারা টেম্পু চালক হোসেনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় গৌরনদী মহাসড়ক থানার পুলিশ পরবর্তি আইনগত ব্যবস্থা নেবে। মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, জানুয়া‌রি ১১, ২০২৩
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।