ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে এসএমই পণ্যমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
রাজশাহীতে এসএমই পণ্যমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

রাজশাহী:  রাজশাহী বিভাগীয় এসএমই পণ্যমেলা শুরু চ্ছে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত নগর ভবনের গ্রিনপ্লাজায়  মেলা চলবে

এসএমই পণ্য মেলা আয়োজন উপলক্ষে বুধবার (১১ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করে রাজশাহী বিভাগীয় প্রশাসন

বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. এনামুল হক জানানবৃহস্পতিবার সকাল ১১টায় এসএমই পণ্যমেলার উদ্বোধন করবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

অধিকাংশ স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে এবারের মেলায় ৬০টি স্টলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন করবে

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলার চতুর্থ দিন (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায়রাজশাহী বিভাগে এসএমই খাতে উন্নয়নে করণীয়শীর্ষক সেমিনার এবং ৬ষ্ঠ দিন (১৭ জানুয়ারি) সাড়ে ৩টায়এসএমই উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি বিষয়ে আলোচনা ব্যাংকারদের সাথে সংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে

এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর অংশগ্রহণে প্রতিদিন মেলায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে

সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক মো. রাকিব উদ্দিন খান ১৮ জানুয়ারি বিকাল ৪টায় এসএমই পণ্যমেলার সমাপনী অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।