ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি, অতঃপর...

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি, অতঃপর...

রংপুর: চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল অজ্ঞাত এক তরুণের।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুরের বদরগঞ্জ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বদরগঞ্জ রেল স্টেশনের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসা লোকাল ট্রেনের ছাদের ওপর ছিলেন ৫-৭ জন তরুণ। তারা ওই চলন্ত ট্রেনের ছাদে লাফালাফি করছিলেন। এসময় অজ্ঞাত ওই তরুণ মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহন হন এবং তার একটি হাত বিচ্ছিন্ন হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাবাসসুম জানান, ওই তরুণের বাঁ হাত কাটা পড়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।  

এ ঘটনায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, কলেজ গেটের পাশে চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যায় এক তরুণ। বর্তমানে তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।