সিলেট: সিলেটের বিয়ানীবাজারে একটি বসতঘর থেকে ভারতীয় মদের চালান জব্দ করেছে পুলিশ। গৃহকর্তা আবুল কালামকে (৩৭) গ্রেফতার দেখানো হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) উপজেলার মইয়াখালি গ্রামের ওই ঘর থেকে ২৬০ বোতল অফিসার্স চয়েস মদের চালানসহ কালামকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মড়াই মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আবুল কালাম মাদক কারবারের সঙ্গে জড়িত। শুক্রবার সকালে তার বাড়িতে অভিযান চালায় বিয়ানীবাজার থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আবুল কালামের ঘর থেকে ২৬০ বোতল অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার করা হয়েছে।
উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ মোর্শেদ আবির বাদী হয়ে মামলা মাদকদ্রব্য আইনে কালামের নামে মামলা দায়ের করেছেন। বিকেলে আদালতের মাধ্যমে কালামকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এনইউ/আরএইচ