রংপুর: রংপুরের বদরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে নিহত হওয়া সেই কিশোরের পরিচয় মিলেছে।
তার নাম মিজানুর রহমান (১৩)।
গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বদরগঞ্জ স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসা লোকাল ট্রেনের ছাদের ওপরে ছিল পাঁচ-সাতজন কিশোর। তারা ওই ছাদে চলন্ত ট্রেনে লাফালাফি করছিল। এসময় কিশোর মিজানুর রহমান মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার একটি হাত বিচ্ছিন্ন হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাব্বাসুম বিনতা জানান, ওই তরুণের বাম হাত কাটা পড়ে। হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
পরিবারের লোকজন জানান, শুক্রবার স্কুল বন্ধ থাকায় কয়েকজন বন্ধুসহ ট্রেন ভ্রমণে বেরিয়েছিল মিজানুর। সন্ধ্যায় খবর আসে ট্রেন থেকে পড়ে মারা গেছে সে।
মিজানুরের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
** চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি, অতঃপর...
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
আরএ