ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাষাসৈনিক ডা. আজিজার রহমান আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
ভাষাসৈনিক ডা. আজিজার রহমান আর নেই

জয়পুরহাট: জেলার ভাষাসৈনিক আজিজার রহমান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

রোববার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ভাষাসৈনিক আজিজার রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আসাদুর রহমান আসাদ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে মহব্বতপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানায় পরিবারের সদস্যরা।

এদিকে ভাষাসৈনিক ডা. আজিজার রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।