ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশে পাচারের অভিযোগে দুই প্রবাসীসহ ৬ জনের নামে দুই মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
বিদেশে পাচারের অভিযোগে দুই প্রবাসীসহ ৬ জনের নামে দুই মামলা 

বরিশাল: ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার এবং নির্যাতনের অভিযোগে দুই সৌদি প্রবাসীসহ ৬ জনের নামে পৃথক দুইটি মামলা হয়েছে।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালে পাচারের শিকার দুই ব্যক্তি মামলা করেন।

ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহম্মেদ একটি মামলার এজাহার হিসেবে অপরটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।  

একটি মামলার বাদী হলেন বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা মো. মনির তালুকদার ও অপরটি বাদী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিম।  

মনির তালুকদারের মামলায় আসামি হলেন- সৌদি প্রবাসী মনির ফকির, তার স্ত্রী সম্পা বেগম, বাবা তোরাই ফকির ও মা জাহানারা বেগম। ইব্রাহিমের মামলার আসামি সৌদি প্রবাসী সাইফুল ইসলাম ও তার স্ত্রী নুপুর বেগম।  

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেয় প্রবাসী মনির ও সাইফুল ইসলাম। প্রলোভনে সাড়া দিয়ে মনির ফকির তিন লাখ ও ইব্রাহিম সাড়ে চার লাখ টাকা দেয়। ইব্রাহিম ২০২২ সালের ৭ জুন সৌদি আরবে যায়। সেখানে যাওয়ার পর তাকে মরুভূমিতে শাক-সবজির ক্ষেতে চাকরি দেয়। চাকরি করতে না চাইলে তাকে নির্যাতন করা হত। ২০২৪ সালের ১৮ নভেম্বর তিনি দেশে ফিরে আসেন।  

মনির তালুকদার ২০২৪ সালের ৬ এপ্রিল সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর তাকে একটি ঘরে নিয়ে আটকে রাখা হয়। পরে আরও ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে নির্যাতন করা হত। এতে সে অসুস্থ হয়ে পড়লে সৌদি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার পর সুস্থ হলে গত ১ জানুয়ারি দেশে ফিরে আসে। দেশে ফিরে টাকা ফেরত চাইলে দুইজনকে হত্যার হুমকি দেয়। তাই ন্যায় বিচার পেতে আদালতে মামলা করেছেন দুই ভুক্তভোগী।  

তুহিন মোল্লা বলেন, মনির তালুকদারের মামলা এজাহার হিসেবে ও ইব্রাহিমের মামলা তদন্ত করে গৌরনদী ও বাবুগঞ্জ থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।