ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে সরিষা ক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
যশোরে সরিষা ক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ

যশোর: যশোরের অভয়নগরে ভৈরব নদের তীরের একটি সরিষা ক্ষেত থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে ভৈরব নদের সেতু সংলগ্ন দক্ষিণ দেয়াপাড়া এলাকায় এ মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

তবে মরদেহটি শনাক্ত করতে পারেননি এলাকাবাসী।  

দেয়াপাড়া গ্রামের ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এলাকাবাসী রোববার বিকেলে ভৈরব নদের তীরে সরিষা ক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে আমাকে খবর দেওয়া মাত্রই শ্রীধরপুর ক্যাম্প পুলিশকে বিষয়টি জানিয়েছি।  

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ মরদেহটি দেখতে নদের তীরে ভীড় জমান।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, গলাকাটা মরদেহের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। তবে, কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। তাছাড়া এখন পর্যন্ত মরদেহের পরিচয়ও পাওয়া যায়নি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
ইউজি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।