ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে দুই মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
নরসিংদীতে দুই মাদক কারবারি গ্রেফতার

নরসিংদী: নরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর থানার ভেলানগরের জেলখানা মোড়ের ফুট ওভার ব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর উত্তরপাড়া মনমরা ব্রীজ এলাকার শাহিন মিয়ার ছেলে নিবির ওরফে নাফিউল আহমেদ (২৪) ও ভৈরব চকবাজার আলতাফ মিয়ার বিল্ডিং এর নজরুল ইসলামের ছেলে নিলয় (১৯)।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেলানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলখানা মোড়ের ফুট ওভার ব্রিজের নিচ থেকে নিবির ও নিলয়কে আটক করা হয়। পরে তাদের তল্লাশী করে ৩টি কার্টুন থেকে ১০ প্যাকেট গাজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২ কেজি করে মোট ২০ কেজি গাঁজা ছিলো। তারা গাজা বিক্রির উদ্দেশে নিজেদের কাছে রেখেছিলো।  

এ ঘটনায় তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।