ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ২ আসনে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ২ আসনে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) তফশীল অনুযায়ী প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে এ কার্যক্রম সম্পন্ন করেন রিটার্নিং কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. জিয়াউর রহমানকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চুকে মাথাল, জাতীয় পার্টির আব্দুর রাজ্জাককে লাঙ্গল, জাকের পার্টির গোলাম মোস্তফাকে গোলাপফুল, বিএনএফের নাবীউল ইসলামকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যদিকে চাঁপাইনবাবঞ্জ-৩ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনকে আপেল এবং বিএনএফের কামরুজ্জামান খানকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিএনপির ২ সংসদ সদস্য পদত্যাগ করলে চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এ দুটি আসনে আগামি ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।