ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ফেনীতে শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ফেনীতে শুরু

ফেনী: শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩ ফেনীতে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় তরুণী বান্দরবান জেলা বনাম কুমিল্লা জেলা দল অংশ নেয়।

 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের অনুর্ধ্ব-১৭ তরুণ-তরুণী দল ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ উল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাকির হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, সদস্য বাহার উদ্দিন বাহার, আমজাদ হোসেন বিপ্লব, দীপক চন্দ্র নাথ, আবুল কালাম পাটোয়ারী ও মো. আবুল হাশেম।

চট্টগ্রাম বিভাগের ৮টি জেলা এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। আগামী ১৯ জানুয়ারি ফাইনাল খেলা একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এসএইচডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।