ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
ফেনীতে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ফেনী: ফেনীতে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গ্রেফতারকৃত তিন মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

গ্রেফতাররা হলেন, নোয়াখালীর বসুরহাট পৌরসভার চর হাজারী গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রহিম শিহাব, একই পৌরসভার বড় রাজাপুর গ্রামের মাজহারুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম সারওয়ার (৪৬) ও দাগনভুইয়া উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে নুরুল হকের ছেল মো. হুমায়ুন কবির (২৬)।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফেনী শহরের হাসপাতাল মোড়ে সন্দেহভাজন পরিবহন তল্লাশী করেন। এ সময় ছাগলনাইয়া থেকে ফেনীর দিকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার যাত্রীদের তল্লাশী করে ৩ জনের পকেট থেকে ২০ বোতল ফেনসিডিলসহ নাম্বার বিহীন সিএনজিটি জব্দ করে ৩ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।  

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বলেন, ফেনসিডিলসহ গ্রেফতারকৃত মাদক সম্রাট শিহাবের বিরুদ্ধে ফেনী ও নোয়াখালীতে ৫ ও সারওয়ারের নামে ২টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।  

গ্রেফতারকৃত ৩ মাদক কারবারির বিরুদ্ধে রাতে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।