ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে হরিণের মাংসসহ ৪ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
সুন্দরবনে হরিণের মাংসসহ ৪ জেলে আটক

বাগেরহাট: সুন্দরবন থেকে হরিণের মাংসসহ চার জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার চর শুটকি পল্লী সংলগ্ন নাড়িকেলবাড়িয়ার চর থেকে সাড়ে চার কেজি হরিণের মাংস জব্দ ও তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- খুলনার পাইকগাছা উপজেলার প্রতাপকাঠি গ্রামের আহসান আলী খানের ছেলে সাফায়েত খান, হরিঢালি গ্রামের জরিব গাজীর ছেলে হোসেন আলী গাজী, কড়ইখালী গ্রামের আ. গফুর গাজীর ছেলে রনোকুল গাজী এবং নোয়াকাঠি গ্রামের সোহরাব গোলদারের ছেলে খলিলুর রহমান। আটক জেলেরা দুবলার চরে শুটকী আহরণে নিয়োজিত ছিলেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মো. সামসুল আরেফিন বলেন, আটক জেলেরা বৈধভাবে সুন্দরবনে ঢুকে শুটকি আহরণে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ তাদের আটক করা হয়। বুধবার (১৮ জানুয়ারি) সকালে আটক জেলেদের নামে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।