ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানি এক্সচেঞ্জে সিআইডির অভিযানে গ্রেফতার ১৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
মানি এক্সচেঞ্জে সিআইডির অভিযানে গ্রেফতার ১৩

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ মানি এক্সচেঞ্জগুলোয় একযোগে পরিচালিত অভিযান থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  এ সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি মুদ্রাও উদ্ধার করেছেন সদস্যরা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।

তিনি বলেন, দুপুর থেকে রাজধানীর গুলশান, উত্তরা, মতিঝিল, আদাবর ও আশকোনার অবৈধ মানি এক্সচেঞ্জে অভিযান পরিচালনা করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ অভিযানে ১৩ জনকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আগামীকাল বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
পিএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ