ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
রাজশাহীতে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ

রাজশাহী: রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব-৫)।  

বুধবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর চারঘাট উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

উপজেলার শলুয়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের অসহায় দুস্থ ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বলগুলো বিতরণ করা হয়।

এ সময় কম্বল হাতে পেয়ে সবাই র‌্যাবের এই কার্যক্রমকে সাধুবাদ জানান।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, সহকারি উপ-পরিচালক সঞ্জয় কুমার সরকার ও সলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ৫০০ শতাধিক দুস্থ মানুষের মাঝে শীত নিবারণের জন্য কম্বলগুলো বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।