এবার ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয়েছিল দেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। কিন্তু সেটি পণ্ড হয়ে গেছে আগতদের ভাঙচুর-মারামারির ঘটনায়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাজবাড়ীতে ইত্যাদির অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ শুরু হয়। লোকজন সেখানে ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে ইত্যাদির পরিচালক হানিফ সংকেত অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন। এরপর আর অনুষ্ঠান এগোয়নি।
জানা গেছে, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ২ হাজার প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। কিন্তু অনুষ্ঠান দেখতে আসেন লাখখানেক মানুষ। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপরই ঘটে ভাঙচুর ও মারামারির ঘটনা। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হলে স্থগিতের ঘোষণা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকজন ঘটনাটি নিয়ে সমালোচনা করেছেন। তারা পুরো দায় ইত্যাদি কর্তৃপক্ষকেই দিচ্ছেন। ইত্যাদি কর্তৃপক্ষও ঘটনার সম্পূর্ণ দায় উৎসুক জনতাকে দিয়েছে।
অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যেই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না।
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এমজে