দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় জয়পুরহাটে শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট সদর উপজেলার সার্কিট হাউজ মাঠে ৪০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
কম্বল হাতে পেয়ে বৃদ্ধা আমেনা খাতুন বলেন, কয়েক দিনের শীতে মোটা একটা কাপড়ের অভাবে একটু ভালো করে ঘুমাতে পারছিলাম না। শীতে খুব কষ্ট করে রাত পার করছিলাম। কত জনেক বলেছি একটা কম্বল দেওয়ার জন্য, কেউ দেয় না। আজ ওনারা (বসুন্ধরা গ্রুপ) একটা কম্বল দিল। অনেক দরকার ছিল কম্বলটা।
কম্বল পেয়ে খুশি হয়ে আদর্শ পাড়া মহল্লার দরিদ্র নারী আকলিমা বেগম বলেন, আমরা গরিব মানুষ। আমাদের এই বিপদে বসুন্ধরা গ্রুপ কম্বল দিয়ে সাহায্য করলো। আল্লাহ যেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারসহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখে।
এসময় দৈনিক কালের কণ্ঠ’র শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দনাথ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শামীম কাদির, শুভসংঘ জয়পুরহাট জেলা শাখার সভাপতি তিতাস মোস্তফা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এসআই