ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা করার দাবি গার্মেন্টস শ্রমিকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা করার দাবি গার্মেন্টস শ্রমিকদের বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: শাকিল আহম্মেদ

ঢাকা: জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা করে মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।  

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, বর্তমানে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পোশাক শিল্পে কর্মরত শ্রমিকরা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে তাদের জীবনযাত্রার মান একেবারেই নিম্নমুখী।

তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় শিল্প খাতের শ্রমিকদের মজুরি সর্বশেষ নির্ধারণ করা হয়েছিল ৫ বছর আগে। এই পাঁচ বছরে নিত্যপণ্য, বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে অস্বাভাবিকভাবে। কিন্তু গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন করে মজুরি নির্ধারণ করা হয়নি।

সিপিডির তথ্য তুলে ধরে নাজমা আক্তার বলেন, ঢাকার কেন্দ্রস্থলে বসবাসরত একজন ব্যক্তির মাসিক খাবার খরচ ৫ হাজার ৩৩৯ টাকা। চারজনের একটি পরিবারের ক্ষেত্রে এই খরচ ২১ হাজার ৩৫৮ টাকা। যদি কোনো পরিবার পুরো মাসে একবারও মাছ, গরুর মাংস, খাসির মাংস ও মুরগি না খায় তাহলেও খরচ ৮ হাজার ১০৬ টাকা। এ ছাড়া প্রতিনিয়ত গাড়িভাড়া বাড়ছে।

উচ্চ মূল্যস্ফীতির কারণে পোশাক শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। মজুরি কম হওয়ায় শ্রমিকরা তাদের শরীরের চাহিদা অনুযায়ী পুষ্টিকর খাবার খেতে পারছে না। ফলে অপুষ্টিহীনতায় ভুগে বয়স হওয়ার আগেই কাজ ছেড়ে দিতে হচ্ছে শ্রমিকদের।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা করে নতুন মজুরি বোর্ড গঠন এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, বাসস্থান সংস্থান, রেশনিং ব্যবস্থা ও চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ লেবার কংগ্রেসের সভাপতি আবু ইউসুফ মোল্লা, গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসিনা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।