ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবা-জাল টাকাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
কিশোরগঞ্জে ইয়াবা-জাল টাকাসহ আটক ১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও জালনোটসহ সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প এ তথ্য জানায়।

আটক সিরাজুল জেলার করিমগঞ্জ উপজেলার দীঘলকল্লা এলাকার মৃত আক্কাছ মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের পূর্ব এলাকায় বসবাস করেন।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দি এলাকায় সাইম স্টোর নামে একটি দোকানে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় দোকানের মালিক সিরাজুলকে ২৫০টি ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ও ৫০০ টাকার জালনোট, নগদ অর্থ, চারটি মোবাইলফোন জব্দসহ আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ও জালনোট কেনা-বেচার তথ্য স্বীকার করেছেন তিনি। তার নামে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।