ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গোপনীয় নয়: তৌহিদ হোসেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গোপনীয় নয়: তৌহিদ হোসেন

ঢাকা: ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গোপনীয় নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (২৮ ডিসেম্বর) খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।

এ সংলাপে ‘ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বৈঠক গোপনীয় নয়। এ বৈঠক সম্পর্কে আমরা অবগত।

উল্লেখ্য,  ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি গত ৯ ডিসেম্বর দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) যোগ দিতে ঢাকায় আসেন। সে সময় তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন: ভারত-চীন-যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।