ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কম্বল পেলেন রামগতির উপকূলের অসহায় শীতার্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
কম্বল পেলেন রামগতির উপকূলের অসহায় শীতার্তরা কম্বল বিতরণ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে তিন হাজার অসহায় শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে উপহার হিসেবে কম্বলগুলো বিতরণ করা হয়।

 

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার চরগাজী,  চর রমিজ ও বড়খেরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ইস্কান্দার মির্জা শামীমের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা পরিষদ সদস্য মামুন বিন জাকারিয়া, আলমগীর হোসেন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ ও চরগাজী ইউপির চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।