বরগুনা (পাথরঘাটা): বরগুনার পাথরঘাটা কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পুর্তি উপলক্ষে ব্যপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
শুক্রবার (২০ জানুয়ারি) স্কুলের মাঠে পুরাতন শিক্ষার্থীদের মিলন মেলার আয়োজন করা হয়।
এদিন সকাল সাড়ে ১০টায় ফারজানা সবুর রুমকির সভাপতিত্বে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
১৯৪৯ সাল থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার বিদায়ী সাবেক শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন। সন্ধ্যায় মাঠে কনসার্টের আয়োজন রয়েছে। এছাড়া আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো স্কুল। স্কুলের বাইরে নির্মাণ করা হয়েছে তোরণ।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এফআর