ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কালমেঘা মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পুর্তি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
কালমেঘা মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পুর্তি উৎসব

বরগুনা (পাথরঘাটা): বরগুনার পাথরঘাটা কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পুর্তি উপলক্ষে ব্যপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

শুক্রবার (২০ জানুয়ারি) স্কুলের মাঠে পুরাতন শিক্ষার্থীদের মিলন মেলার আয়োজন করা হয়।

এ উপলক্ষে কন্ঠশিল্পী মমতাজ বেগমের যোগ দেওয়ার কথা আছে। তিনি প্রথমবারের মতো বরিশালের দক্ষিণ অঞ্চলে আসছেন।  

এদিন সকাল সাড়ে ১০টায় ফারজানা সবুর রুমকির সভাপতিত্বে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

১৯৪৯ সাল থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার বিদায়ী সাবেক শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন। সন্ধ্যায় মাঠে কনসার্টের আয়োজন রয়েছে। এছাড়া আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো স্কুল। স্কুলের বাইরে নির্মাণ করা হয়েছে তোরণ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।