ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২৫ লাখ মানুষের কর্মসংস্থানসহ সাত দফা দাবি

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
২৫ লাখ মানুষের কর্মসংস্থানসহ সাত দফা দাবি

নীলফামারী: বছরে অন্তত ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ সাত দফা দাবি নিয়ে নীলফামারীতে মানববন্ধন করেছে করেছে যুব অধিকার পরিষদ।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতারা। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও যুবকরা চাকরি পাচ্ছেন না। এ কারণে বেকারত্বের যন্ত্রণায় অনেকে আত্মহত্যা করছেন। অথচ দেশের টাকায় অন্য দেশে গড়ে উঠেছে বেগমপাড়া। সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে গড়ে তোলা হয়েছে সম্পদের পাহাড়। অবিলম্বে এসব বন্ধে ব্যবস্থা নিতে দাবি জানান তারা।

পরে সাত দফা দাবি পেশ করেন যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতারা। দাবিগুলোর মধ্যে রয়েছে-  কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া; বছরে অন্তত ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি; চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন; আবেদন ফি মওকুফ; ঘুষ, প্রভাবশালীর রেফারেন্স-জামানত বাতিল; বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা ও সরকারি-বেসরকারি চাকরির বৈষম্য দূর করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী। তার সভাপতিত্বে বক্তব্য দেন যুব অধিকার পরিষদের জেলা শাখার দপ্তর সম্পাদক ওমর ফারুক মুন্না, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি মো. রাকিব হোসেন, কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ কে উদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।