ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তালতলী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
তালতলী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি মো. ইউসুফ আলী ও শাহাদাত হোসেন

বরগুনা: বরগুনার তালতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৩ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার মুক্তিযোদ্ধা সড়কের সাংবাদিক ইউনিয়নের অফিস কক্ষে বার্ষিক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভাপতি মো. ইউসুফ আলী (দৈনিক নয়া দিগন্ত) ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (দৈনিক মানবকণ্ঠ) নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- তালুকদার মোহাম্মদ কামাল সহ সভাপতি (দৈনিক ইনকিলাব), নাজমুল হাসান- যুগ্ম সম্পাদক (দৈনিক এই আমার দেশ) মো. বাকিবিল্লাহ-দপ্তর সম্পাদক (দৈনিক বিজয়ের বাণী), জাকির হোসেন অর্থ সম্পাদক (দৈনিক জাগ্রত বাংলাদেশ), মোজাম্মেল হক- প্রচার সম্পাদক, অ্যাডভোকেট এম ইসহাক বাচ্চু নির্বাহী সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।