খুলনা: খুলনায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত শেখ কামাল যুব গেমসের দ্বিতীয় পর্বের আন্তঃজেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) সুলতানা কামাল বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং গ্রাউন্ডে বিভাগের পাঁচটি জেলার প্রতিযোগীদের নিয়ে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে দ্বিতীয় পর্বের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোর্তুজা রশিদী দারা।
বিশেষ অতিথি ছিলেন- বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উপ-পরিচালক আবুল হোসেন হাওলাদার, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হোসনেয়ারা খান, সহ-সভাপতি পারভিন রহমান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, সামছুর রহমান মল্লিক, আব্দুল মান্নান, জিএম রেজাউল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান বাবলু।
খুলনা বিভাগের বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া জেলার প্রতিযোগীদের নিয়ে ১৬টি ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০০ মিটার ফ্রি স্টাইলে (বালক) প্রথম স্থান অধিকার করে কুষ্টিয়ার মো. আরিফ আলি। সে সময় নেয় ১ মিনিট ৬ সেকেন্ড। এছাড়া কুষ্টিয়ার রমজান আহমেদ দ্বিতীয় ও ঝিনাইদহের রিফাত হাসান তৃতীয় স্থান দখল করে।
১০০ মিটার ফ্রি স্টাইলে (বালিকা) ১ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয় কুষ্টিয়ার এ্যানি আক্তার। এছাড়া একই জেলার মোছা. নুপুর খাতুন (১ মিনিট ১৮ সেকেন্ড) দ্বিতীয় ও ঝিনাইদহের মেহেনাজ খাতুন (১ মিনিট ২০ সেকেন্ড) তৃতীয় হয়।
৫০ মিটার ফ্রি বুক সাঁতারে (বালক) কুষ্টিয়ার মো. রবিউল ইসলাম (৩৬ সেকেন্ড) প্রথম, একই জেলার মো. সোহানুর রহমান সোহান (৩৭ সেকেন্ড) দ্বিতীয় ও ঝিনাইদহের মুমিনুল ইসলাম (৪৪ সেকেন্ড) তৃতীয় হয়।
৫০ মিটার ফ্রি বুক সাঁতারে (বালিকা) কুষ্টিয়ার মোছা. মুক্তা খাতুন (৪৩ সেকেন্ড) প্রথম, একই জেলার মোছা. জুই খাতুন (৪৫ সেকেন্ড) দ্বিতীয় ও ঝিনাইদহের মেহেনাজ খাতুন (৫৪ সেকেন্ড) তৃতীয় হয়।
১০০ মিটার চিত সাঁতারে (বালক) কুষ্টিয়ার মো. সোহাগ আলী (১ মিনিট ১৩ সেকেন্ড) প্রথম, একই জেলার মো. মাহফুজ আলী (১ মিনিট ১৫ সেকেন্ড) দ্বিতীয় ও ঝিনাইদহের রিফাত হাসান (১ মিনিট ২৮ সেকেন্ড) তৃতীয় হয়।
১০০ মিটার চিত সাঁতারে (বালিকা) ঝিনাইদহের পলি খাতুন (১ মিনিট ২৮ সেকেন্ড) প্রথম, কুষ্টিয়ার মোছা. এ্যানি আক্তার (১ মিনিট ৩০ সেকেন্ড) দ্বিতীয় ও কুষ্টিয়ার আফসানা মিমি (১ মিনিট ৩৬ সেকেন্ড) তৃতীয় হয়।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এমআরএম/আরবি