ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারান নাদিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারান নাদিয়া

ঢাকা: রাজধানীর ভাটারা এলাকায় বন্ধুর সঙ্গে ঘুরতে এসে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়া (২৪)।  

রোববার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ‌১টার দিকে ভাটারা এলাকায় যাত্রীবাহী বাস ভিক্টরের চাপায় মারা যান নাদিয়া।

ঘটনার সময় নাদিয়া মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। এর চালক ছিলেন তার বন্ধু মেহেদী হাসান। বন্ধু প্রাণ হারালেও মেহেদী অক্ষত আছেন।

তিনি জানান, তার বন্ধু নাদিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী। নাদিয়ার বাবার নাম জাহাঙ্গীর। নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকার বাসিন্দা ছিলেন নাদিয়া।

নিহত পরিবারের সদস্যদের সঙ্গে এ রিপোর্ট লেখা পর্যন্ত যোগাযোগ করা যায়নি। তবে মেহেদীর দেওয়া তথ্য মোতাবেক নর্দান ইউনিভার্সিটির অফিস কক্ষে যোগাযোগ করে ছাত্রীর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।

এদিকে ভাটারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান,  নাদিয়া তার বন্ধু মেহেদী হাসানের সঙ্গে ঘুরতে ভাটারা এলাকায় আসেন। ঘটনার সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন মেহেদী। নাদিয়া পেছনে বসা ছিলেন। এ সময় ভিক্টর পরিবহনের চাপায় প্রাণ যায় নাদিয়ার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস জব্দ করেছে পুলিশ। তবে তার আগেই চালক পালিয়ে গেছেন।  

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

>>> পড়ুন ভাটারায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত 

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩.
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।