ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে রহনপুর-গোমস্তাপুর সড়কের শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

 

তরিকুল গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে দিয়াড় ইসলামপুর গ্রামের তাইজুদ্দিন টুনুর ছেলে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুরগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক তরিকুল গুরুত্বর আহত হয়। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।